রূপসী বাংলা হোটেলের সামনে গ্রেনেড উদ্ধার

রাজধানীর রূপসী বাংলা হোটেলের উল্টোদিকের ফুটপাতে একটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2013, 03:51 AM
Updated : 28 Feb 2013, 09:05 AM

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে হোটেলের উল্টোদিকের ফুটপাতের পাশের ম্যানহোলে বোমাসদৃশ বস্তু দেখে টহল পুলিশকে খবর দেয় এক টোকাই। টহল পুলিশ খবর দেয় বোমা নিষ্ক্রিয়করণ বিভাগকে।

গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (বোমা নিষ্ক্রিয়করণ বিভাগ) সানোয়ার হোসেন জানান, পুলিশ গ্রেনেডটি ম্যানহোল থেকে উঠিয়ে ফুটপাতে রাখে। সেখানেই বিস্ফোরন ঘটিয়ে এটা নিষ্ক্রিয় করা হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটাকে ফুটপাত থেকে সরিয়ে নেয়া সম্ভব নয় বলে ফুটপাতেই নিস্ক্রিয় করা হয়েছে।

এটি কী ধরনের গ্রেনেড জিজ্ঞেস করা বলে তিনি বলেন, উপাদানগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরে বলা যাবে এটি কোন ধরনের গ্রেনেড।

শাহবাগের গণজাগরণ মঞ্চের কাছেই এই গ্রেনেড পাওয়া যাওয়ায় পুলিশ সদস্যদের আরো সতর্ক থাকতে বলা হয়েছে বলে তিনি জানান।

মানবাতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃতুদণ্ড দেওয়ার পর নগরীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

মতিঝিলে জামায়াত-শিবিরকর্মীদের জড়ো হওয়ার খবরে ফাঁকা গুলি চালায় পুলিশ।