ছেলের হাতে ছেলে খুনের বর্ণনা দিলেন এটিএম শামসুজ্জামান
আদালত প্রতিবেদক
Published: 30 Jan 2013 12:14 PM BdST Updated: 30 Jan 2013 12:24 PM BdST
এক ছেলের হাতে নিজের অন্য ছেলের খুনের বর্ণনা আদালতে দিয়েছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান।
“আমার পারিবারিক ইতিহাসে এই রকম দুঃখজনক ঘটনা আর একটিও ঘটেনি,” ভারাক্রান্ত মন নিয়ে বলেছেন তিনি।
গত বছরের ১৩ মার্চ এ টি এম শামসুজ্জামানের পুরানো ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোষ লেনের বাসায় খুন হন ছেলে এটিএম কামালুজ্জামান কবির।
তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন এই অভিনেতারই ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশল।
হত্যাকাণ্ডের পর এটিএম শামসুজ্জামান নিজেই ছেলে কুশলের বিরুদ্ধে মামলা করেন। বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে জবানবন্দি দেন তিনি।
শামসুজ্জামান বলেন, ঘটনার দিন বাসায় ছিলেন তিনি। দুপুর আড়াইটা থেকে পৌনে ৩টার দিকে হঠাৎ ফটকে শব্দ পেয়ে খুলে দেখেন, তালাচাবিওয়ালা ফটকের তালা ভাঙছে।
“জিজ্ঞেস করলে সে জানায়, তাকে কবির সাহেব পাঠিয়েছে। পরে গেটের কাছে কামালকে (কবির) দেখতে পেয়ে তাকে বলি, জোরে নক করলেই তো আমি গেইট খুলে দিতাম। তুমি তালাচাবিওয়ালাকে আনতে গেলে কেন?”

এটিএম শামসুজ্জামান
“কথা কাটাকাটির একপর্যায়ে কবিরকে রক্তাক্ত অবস্থায় বিছানায় দেখতে পাই। আমার তখন আর বোধ শক্তি ছিল না।”
তিনি বলেন, “এ সময় আমি নিজের কানে শুনি, কুশল বলছে- ‘আমি পালাব না, আপনি কবির ভাইয়াকে বাঁচান।”
কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর সূত্রাপুর থানায় মামলা করেন এটিএম শামসুজ্জামান।
জবানবন্দি শেষে কাঠগড়ায় দাঁড়ানো ছোট ছেলে কুশলকে আসামি হিসাবে সনাক্তও করেন তিনি। কুশলকে কারাগার থেকে আদালতে নেয়া হয়।
জবানবন্দি নেয়ার পর আসামি পক্ষের আইনজীবীরা বাদী এটিএম শামসুজ্জামানকে জেরা করেন। এরপর বিচারক আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এই মামলায় গত ২৫ জুন কুশলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম। গত বছরের ৩১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
-
সম্রাট ফের কারাগারে
-
আত্মসমর্পণ করতে আদালতে সম্রাট
-
দণ্ড বাতিল চেয়ে হাজি সেলিমের আপিলের আবেদন
-
৫ জুন থেকে হজ ফ্লাইট চায় ধর্ম মন্ত্রণালয়
-
নামতে শুরু করেছে উত্তর-পূর্বাঞ্চলের বানের পানি
-
পিকে হালদার: এখনো চিঠির জবাব দেয়নি ভারত
-
নিয়ম ভেঙে কালো ওয়াকিটকি সেট বিক্রি, গ্রেপ্তার ২
-
টিপু হত্যা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- ওশাদা-করুনারত্নের আত্মবিশ্বাসী শুরু