বাঁশখালীর ১১ খুন: পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

চারদলীয় জোট সরকারের সময়ে ২০০৩ সালে চট্টগ্রামের বাঁশখালীতে হত্যাকাণ্ডের শিকার সংখ্যালঘু পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2012, 05:21 AM
Updated : 18 Nov 2021, 05:05 PM

প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা নিহত শীল পরিবারের সদস্যদের হাতে দু’লাখ টাকার চেক তুলে দেন।

২০০৩ সালের ১৮ নভেম্বর সাধনপুরের তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে ওই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। বিএনপি সমর্থকরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।

ওই ঘটনায় বেঁচে যাওয়া তেজেন্দ্র শীলের ছেলে নির্মল শীল, বিমল শীল, বিমলের স্ত্রী শিউলী শীল এবং ছেলে সৌরভ ও মেয়ে মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। চেক নেন শিউলী শীল।

প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে এই ধরনের অত্যাচার-নির্যাতনই করেছে। সংখ্যলঘুদের ওপর আক্রমণ করেছে।”

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের ২২ হাজার নেতা-কর্মীকে হত্যার কথাও শেখ হাসিনা উল্লেখ করেন।

চেক হস্তান্তরের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মুখ্যসচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।