তিন ভাষা সৈনিককে মরনোত্তর সম্মাননা

ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য তিন ভাষা সৈনিককে মরনোত্তর সম্মাননা জানিয়েছে জামালপুর জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2012, 06:56 AM
Updated : 22 Feb 2012, 06:56 AM
জামালপুর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য তিন ভাষা সৈনিককে মরনোত্তর সম্মাননা জানিয়েছে জামালপুর জেলা প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর শহীদ মিনার প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ভাষা সৈনিক আখতারুজ্জামান মতি মিয়া, সৈয়দ আবদুস সাত্তার ও সৈয়দ আবদুস সোবহানের পরিবারের সদস্যদের হাতে ‘জামালপুর জেলা একুশে সম্মাননাপত্র -২০১২’ তুলে দেওয়া হয়।
ভাষা আন্দোলনে তারা পুলিশি নির্যাতনের শিকার হয়েছিলেন।
এদের মধ্যে আখতারুজ্জামান মতি মিয়াকে ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে ৭ দিন সাব-জেলে রাখা হয়। পরে ১ মাসের আটকাদেশ দিয়ে পাঠানো হয় ময়মনসিংহ কারাগারে।
জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, এএকে মাহমুল হাসান দারা মিয়া ও সৈয়দ আতিকুল ইসলাম ছানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৫৬ ঘ.