কথাসাহিত্যিক আবু রুশদ আর নেই

কথাসাহিত্যিক আবু রুশদ মতিনুদ্দিন আর নেই। ৯১ বছর বয়সে তিনি বুধবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2010, 10:46 AM
Updated : 24 Feb 2010, 10:46 AM
ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথাসাহিত্যিক আবু রুশদ মতিনুদ্দিন আর নেই।
৯১ বছর বয়সে তিনি বুধবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলা সাহিত্যে এবং অনুবাদ সাহিত্যে তিনি অনন্য অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো এলোমেলো, বিয়োগ ব্যথা, সামনে নতুন দিন, নোঙ্গর, অনিশ্চিত কাহিনী, স্থগিত দ্বীপ।
সাহিত্যে অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার মধ্যে একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, আদমজী পুরস্কার, শেরে বাংলা গোল্ড মেডেল অন্যতম।
তার মৃত্যুতে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বুধবার এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১৯১৯ সালের ২৫ ডিসেম্বর কলকাতায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আবু রুশদের জন্ম। তিনি হুগলীর মহসীন কলেজে ইংরেজির প্রভাষক হিসেবে চাকরিজীবন শুরু করেন।
তিনি ১৯৫১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করতে যান। তিনি ইসলামিয়া কলেজ (কলকাতা), ঢাকা কলেজ, রাজশাহী কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
১৯৭১ সালে আমেরিকার ওয়াশিংটনে শিক্ষা কাউন্সিলর থাকা অবস্থায় চাকরি ছেড়ে সেখানে মুক্তিযুদ্ধের স