ডিআরইউ পুরস্কার পেলেন ১১ সাংবাদিক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ২০০৮ সালের সেরা প্রতিবেদন বিজয়ী ১১ জন সাংবাদিককে শনিবার পুরস্কার দেওয়া হয়েছে। রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। ডিআরইউ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2009, 05:57 AM
Updated : 11 July 2009, 05:57 AM
ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ২০০৮ সালের সেরা প্রতিবেদন বিজয়ী ১১ জন সাংবাদিককে শনিবার পুরস্কার দেওয়া হয়েছে।
রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
ডিআরইউ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুরস্কার প্রাপ্ত সাংবাদিকরা হলেন, প্রথম আলোর শরিফুজ্জামান পিন্টু, খবরপত্রের আফরোজা নাজনীন, ডেইলি স্টারের জুলফিকার আলী মানিক, সৈয়দ আশফাকুল হক, হেলিমুল আলম বিপ্লব, যুগান্তরের হেলাল উদ্দিন, জনকণ্ঠের মিজান চৌধুরী, প্রথম আলোর মাসুদ আলম, সমকালের সেলিম জাহিদ, টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের কিশোয়ার লায়লা এবং চ্যানেল ওয়ানের কেরামত উল্লাহ বিপ্লব।
গত বছর প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের জন্য তারা পুরস্কারের জন্য মনোনীত হন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, "বর্তমান সরকার সাংবাদিকদের অধিকার রক্ষা এবং নিরাপত্তা দেওয়ায় বদ্ধপরিকর। সরকার সকল সাংবাদিক হত্যার বিচার করতেও বদ্ধপরিকর।"
ডিআরইউ'র সভাপতি শামিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেরা প্রতিবেদন নির্বাচন জুরি বোর্ডের চেয়ারম্যান শফিকুল কবির, ডিআরইউ'র সাধারণ সম্পাদক পথিক সাহা, ঢাকা ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি মাসুদ এ খান প্রমুখ।
একই অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৯০০ ঘ.