ভিসামুক্ত কমনওয়েলথ চান মোমেন

কনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2022, 05:07 PM
Updated : 25 June 2022, 05:07 PM

শনিবার রুয়ান্ডার রাজধানীর কিগালিতে ৫৪ দেশের এই জোটের সরকার প্রধানদের ২৬তম সভায় তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশগুলোর মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও মানব সম্পদের অবাধ গমনাগমনকে শক্তিশালী করার পাশাপাশি ভিসামুক্ত কমনওয়েলথের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সভার বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, এবারের সম্মেলনের ৩০টি দেশের সরকার প্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা সভায় যোগ দিয়েছেন। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

সভার নির্বাহী সেশনে দেওয়া বক্তব্যে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আরও তৎপর হওয়ার জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিতেও এ জোটের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।