চোরাই মোবাইল বেচাকেনা, গ্রেপ্তার ৭
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2022 01:33 PM BdST Updated: 24 Jun 2022 01:33 PM BdST
ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন বেচাকেনা চক্রের সাতজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাতে ঢাকার বনানী এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এই অভিযানে তাদের কাছ থেকে ৬৫টি ট্যাব, ১০১৫টি স্মার্টফোন, ৩১৭টি বাটন ফোন এবং ২০ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আবুল হোসেন (২৮), মো. নজরুল ইসলাম (৪৬), মো. তাজুউদ্দিন আহম্মেদ (৪৮), মো. মাঈনউদ্দিন (৩০), মো. সুজন মিয়া (২৩), মো. মানিক (৩০) ও মো. লিটন মিয়া (৪০)।
র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, “আবুল হোসেন এ চক্রের হোতা, তার নেতৃত্বেই ছিনতাইকারী ও চোর চক্রের সদস্যরা নানা সিন্ডিকেটের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে চুরি এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন স্বল্প দামে কিনে সিদ্ধিরগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকার ভাসমান দোকানে বিক্রি করে আসছিল।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, মূলত ছিনতাই হওয়া এবং চোরাই মোবাইল ফোন অল্প দামে কিনে আইএমইআই নম্বর পরিবর্তন করে তারা বেশি দামে বিক্রি করত।”
র্যাব কর্মকর্তা আরিফ বলেন, আইএমইআই নম্বর পরিবর্তন করার কারণে এসব মোবাইল পরে আর উদ্ধার করা সম্ভব হত না।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
-
চতুর্দশ শিক্ষক নিবন্ধনের ৪৮৩ প্রার্থীকে নিয়োগের নির্দেশ
-
সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে বাইক, কলেজছাত্রের মৃত্যু
-
চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
-
কোরবানির ঈদ কবে, জানা যাবে বৃহস্পতিবার
-
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় পুলিশের মৃত্যু
-
‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
-
‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
-
প্রধানমন্ত্রীকন্যার তোলা ছবি পেয়ে আপ্লুত দুই চিত্রগ্রাহক
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?