চোরাই মোবাইল বেচাকেনা, গ্রেপ্তার ৭

ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন বেচাকেনা চক্রের সাতজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 07:33 AM
Updated : 24 June 2022, 07:33 AM

বৃহস্পতিবার রাতে ঢাকার বনানী এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এই অভিযানে তাদের কাছ থেকে ৬৫টি ট্যাব, ১০১৫টি স্মার্টফোন, ৩১৭টি বাটন ফোন এবং ২০ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আবুল হোসেন (২৮), মো. নজরুল ইসলাম (৪৬), মো. তাজুউদ্দিন আহম্মেদ (৪৮), মো. মাঈনউদ্দিন (৩০), মো. সুজন মিয়া (২৩), মো. মানিক (৩০) ও  মো. লিটন মিয়া (৪০)।

র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, “আবুল হোসেন এ চক্রের হোতা, তার নেতৃত্বেই ছিনতাইকারী ও চোর চক্রের সদস্যরা নানা সিন্ডিকেটের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে চুরি এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন স্বল্প দামে কিনে সিদ্ধিরগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকার ভাসমান দোকানে বিক্রি করে আসছিল।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, মূলত ছিনতাই হওয়া এবং চোরাই মোবাইল ফোন অল্প দামে কিনে আইএমইআই নম্বর পরিবর্তন করে তারা বেশি দামে বিক্রি করত।”

র‌্যাব কর্মকর্তা আরিফ বলেন, আইএমইআই নম্বর পরিবর্তন করার কারণে এসব মোবাইল পরে আর উদ্ধার করা সম্ভব হত না।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।