এক্সরে করে বিমানযাত্রীর শরীরে মিললো ৮ স্বর্ণবার
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 11:54 PM BdST Updated: 23 Jun 2022 11:54 PM BdST
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নারী যাত্রীর কাছ থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিমানে উঠে নুরুন্নাহার নামের (৩২) ওই যাত্রী ঢাকায় নামেন। পরে কাস্টমস কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মলদ্বার থেকে স্বর্ণের বারগুলো বের করে দেন ওই নারী।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ বিমানের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ওই ফ্লাইট চট্টগ্রামে নামলে সেখান থেকে ওঠেন ওই যাত্রী।
“চট্টগ্রাম বিমানবন্দরে তার আচরণে সন্দেহ হলে অনুসরণ করা হয়। ঢাকায় নামার পর তিনি টয়লেটে যান। বের হওয়ার পরপরই তাকে চ্যালেঞ্জ করা হয়।”
প্রথমে অস্বীকার করলেও নিশ্চিত হতে এক্সরে করা হলে শরীরে স্বর্ণ লুকিয়ে রাখার বিষয়টি বোঝা যায়। পরে এক্সরে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে নুরুন্নাহার স্বর্ণবার বহনের কথা স্বীকার করেন এবং সেগুলো বের করে দেন।”
চারটি প্যাকেটে থাকা আটটি স্বর্ণবারের বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা বলে জানান শফিকুল ইসলাম ।
তিনি বলেন, “দুবাই থেকে আসা এক যাত্রী চট্রগ্রামে ওই নারীর কাছে স্বর্ণের বারগুলো হস্তান্তর করেন। ঢাকায় নেমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর সেগুলো বুঝে নেবেন বলে চুক্তি হয়েছিল তাদের মধ্যে। টাকার বিনিময় এই নারী শুধু বহনকারীর দায়িত্ব পালন করেছিলেন।”
এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর বিধান অনুযায়ী ওই নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
-
চতুর্দশ শিক্ষক নিবন্ধনের ৪৮৩ প্রার্থীকে নিয়োগের নির্দেশ
-
সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে বাইক, কলেজছাত্রের মৃত্যু
-
চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
-
কোরবানির ঈদ কবে, জানা যাবে বৃহস্পতিবার
-
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় পুলিশের মৃত্যু
-
‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
-
‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
-
প্রধানমন্ত্রীকন্যার তোলা ছবি পেয়ে আপ্লুত দুই চিত্রগ্রাহক
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?