বিএসএমএমইউ’র আগুনে রোগী ও স্বজনদের আতঙ্ক
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2022 09:04 PM BdST Updated: 24 Jan 2022 09:04 PM BdST
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
সোমবার সন্ধ্যায় হাসপাতালের ডি ব্লকের ১৭ তলা ভবনের ১৪ তলায় গ্যাসট্রো লিভার বিভাগে আগুন লাগলে আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় অনেকে তড়িঘড়ি করে ভবনটির নিচে নেমে আসেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১০ বছর বয়সী মাহমুদুল হাসানকে তার মায়ের সঙ্গে ডি
ব্লকের নিচে আতঙ্কিত চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
মাহমুদুলের মা বলেন, ভবনে আগুন লাগার খবর পেয়ে তারা
‘কোনোমতে’ নিচে নেমে আসেন। কিডনি সমস্যা
নিয়ে এই ব্লকের তৃতীয় তলায় ভর্তি আছে তার ছেলে।

মাহমুদুল আর তার মায়ের মতো ওই ভবনের অনেকেই আগুন লাগার পর নিচে নেমে আসেন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।
নিজ কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, “১৪ তলার গ্যাসট্রো লিভার বিভাগের টয়লেটের কার্নিশ থেকে ধোঁয়া বের হয়। একজন কর্মচারী প্রথমে নিজে চেষ্টা করেছে, পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
“ধারণা করা হচ্ছে কার্নিশে দাহ্য জাতীয় কোনো পদার্থ যেমন কাগজ ছিল এবং কেউ সিগারেট খেয়ে…।
তিনি বলেন, “আগুন ছোট হোক বা বড়। আগুনের কথা শুনলে আতঙ্ক ছড়িয়ে পড়া স্বাভাবিক। আজও আতঙ্ক ছড়িয়েছিল। তবে আল্লাহর রহমত কোনো রোগীর বা কারো কোনো ক্ষতি হয়নি।
হাসপাতালে ১৩৫৬ জনের মতো রোগী ভর্তি আছে জানিয়ে তিনি বলেন, “আগুন লাগলে প্রাথমিকভাবে নেভানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী রয়েছে। ছয় মাস আগেও মহড়া হয়েছে।”

“নিচে নেমে আসা রোগীদের আবার যার যার ওয়ার্ডে উঠিয়ে দেওয়া হয়েছে,” বলেন হাসপাতাল পরিচালক।
আগুন নেভানোর জন্য প্রথমে পানি ছিল না এমন খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। তবে খতিয়ে দেখব ওই সময় টেকনিক্যাল কোন সমস্যা হয়েছিল কি না।”
সন্ধ্যা ৬টা ২১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। সদর দপ্তর থেকে তিনটি এবং পলাশী থেকে দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করে।
৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর দেয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
আরও পড়ুন
-
ভারত-বাংলাদেশ ট্রেন চালু হচ্ছে ২৬ মাস পর
-
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু শুক্রবার
-
প্রশ্নপত্র ফাঁস: মাউশির অফিস সহকারী নিয়োগ পরীক্ষা বাতিল
-
বৃষ্টির আভাস, তাপদাহও কমে আসছে
-
ক্রেডিট কার্ড থেকে গ্রাহকের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
-
‘ইতিহাস ছিল ঠোঁটস্থ, বিশ্লেষণই ছিল স্বকীয়তা’
-
ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
-
কমলাপুর স্টেশন ম্যানেজারের চুরি যাওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’