নয় বিলে রাষ্ট্রপতির সম্মতি

জাতীয় সংসদের সদ্য সমাপ্ত পঞ্চদশ অধিবেশনে পাস হওয়া নয়টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 01:13 PM
Updated : 7 Dec 2021, 02:13 PM

মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিলে সন্মতি দিলে তা আইনে পরিণত হয়।

রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হল- বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল; বিশেষ নিরাপত্তা বাহিনী বিল; বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল; বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল; ব্যাংকার বহি সাক্ষ্য বিল; মহাসড়ক বিল; টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস (অ্যামেন্ডমেন্ট) বিল; বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল।

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন গত ২৮ নভেম্বর শেষ হয়।