‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের’ মামলা ৯০ কার্যদিবসে নিষ্পত্তির নির্দেশ

অভিযোগ পাওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের’ মামলা নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2021, 03:22 PM
Updated : 1 Dec 2021, 03:22 PM

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা এসেছে, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে জারি করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর‌্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, দেশের সব অধস্তন ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশনা প্রদান করা হল।”

এই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তিতে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ উল্লেখ করে তার ব্যাখ্যা সুপ্রিম কোর্টকে দিতে বলা হয়েছে।

গত মাসে দুর্গাপূজার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছিল। ওই সব ঘটনায় শতাধিক মামলা হয়েছে।