ওয়ারীর রাস্তায় পাওয়া শিশুটিকে ছুড়ে ফেলা হয়েছে?
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2021 09:18 AM BdST Updated: 27 Nov 2021 09:18 AM BdST
রাজধানীর ওয়ারী এলাকার সড়ক থেকে একটি নবজাতককে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
হেয়ার স্ট্রিটের কোনো একটি ভবন থেকে মেয়ে শিশুটিকে ‘সড়কে ছুড়ে ফেলা হয়েছে’ বলে তাদের ধারণা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শুক্রবার রাতে ঢাকা মেডিকেলের নিওনেটাল বিভাগে শিশুটিকে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট থানাকেও বিষয়টি জানিয়েছেন তারা।
নবজাতকটিকে যারা রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন, শিক্ষার্থী অপূর্ব রবিদাস তাদের একজন।
তিনি জানান, কয়েকজন বন্ধু মিলে তারা হেয়ার স্ট্রিট এলাকায় রাস্তার পাশে বসে মোবাইলে গেমস খেলছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি শব্দ শুনতে পেয়ে তারা এগিয়ে যান বিষয়টা দেখতে।
“সেখানে একটা ১০ তলা ভবন, আর ভবনের সামনের দিকে একতলা একটি টিনশেড রয়েছে। ওপর থেকে ওই টিনশেডের উপরে পড়ে গড়িয়ে রাস্তার পড়ে শিশুটি।”
শব্দ শুনে আশপাশের লোকজনও জড়ো হয়। কিন্তু শিশুটির কোনো অভিভাবকের খোঁজ না পেয়ে স্থানীয়দের পরামর্শে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু সেই হাসপাতাল শিশুটিকে ভর্তি না রাখায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন অপূর্ব ও তার সঙ্গীরা।
সেখানে শিশুটিকে পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন, সে তখনও বেঁচে আছে। তারপর তাকে নিওনেটাল ওয়ার্ডে ভর্তি করে নেওয়া হয়।
অপূর্ব রবিদাস বলেন, আশপাশের কোনো ভবন থেকেই শিশুটিকে ‘ছুঁড়ে ফেলা হয়েছে’ বলে তার এবং তার বন্ধুদের ধারণা।
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
মাঝ জ্যৈষ্ঠে তাপপ্রবাহ, জুনে মিলবে বর্ষার দেখা
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
-
দেশে মাঙ্কিপক্সের খবর গুজব: বিএসএমএমইউ
-
শিক্ষক নিবন্ধন নিয়ে আর্থিক লেনদেন নয়: এনটিআরসিএ
-
বাড়ি ফেরার অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধে যুক্ত হচ্ছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন