নিয়াজ মোর্শেদের সঙ্গে দাবার গুটি হাতে পররাষ্ট্রমন্ত্রী

কূটনীতির ময়দানে কুশলী হিসেবে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে দাবা টুর্নামেন্টের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2021, 11:56 AM
Updated : 16 Oct 2021, 11:56 AM

শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ’শেখ রাসেল মেমোরিয়াল র‍্যাপিড দাবা টুর্নামেন্ট ২০২১’ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদের সাথে প্রীতি ম্যাচেও অংশ নেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকদের পেশাদারিত্বের উৎকর্ষে সহায়ক এই খেলায় নবীন কর্মকর্তাদের বেশি সংখ্যায় অংশ নেওয়া দরকার।

”দাবাটা খুব মজার খেলা, ব্রেইনের খেলা এবং খুব মজার খেলা। এখানে স্ট্র্যাটেজি ডিজাইন করতে হয়, গেইমিং থিওরিতে এটা খুবই ইউজফুল।”

দিনব্যাপী টুর্নামেন্টে মোট ৩০টি দল অংশ নিচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

দাবা খেলার প্রতি নিজের অনুরাগের কথা তুলে ধরে মোমেন বলেন, “আমি যখন খেলতাম, তখন রাতে ঘুমের মধ্যে চিন্তা হতো, কীভাবে চাল দেব, কীভাবে কৌশল ঠিক করব।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।