রাজেন্দ্রপুরে গ্যাস থাকবে না বৃহস্পতিবার

গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 02:06 PM
Updated : 15 Sept 2021, 02:06 PM

জরুরি মেরামত কাজের জন্য ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বার্তায় জানানো হয়েছে।

সেখানে বলা হয়, জরুরি পাইপ লাইন স্থাপন কাজের জন্য ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত (২৪ ঘণ্টা) রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে শ্রীপুর তুলা গবেষণা কেন্দ্র পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ভারী শিল্প এলাকা গাজীপুরের ওই অংশে আবাসিক গ্রাহকের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে শিল্প গ্রাহকও রয়েছেন।

তিতাস বলছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সেবার আওতাভুক্ত এলাকায় লাইন মেরামতসহ অন্যান্য সংস্কার কাজের জন্য গ্যাস বন্ধ রাখার বিষয়টি তাদের নিয়মিত কাজেরই অংশ।