যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (আইপিএসিসি) যোগ দিতে ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2021, 06:10 PM
Updated : 10 Sept 2021, 06:10 PM

শনিবার প্রথম প্রহরে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্স এর যৌথ আয়োজনে এ বছর আইপিএসিসি হতে যাচ্ছে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেবেন।

আইএসপিআর জানিয়েছে, সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তার এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাপ্রধান।