রাষ্ট্রদূত হয়ে ব্রাজিলে যাচ্ছেন সাদিয়া ফয়জুননেসা

নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে রাষ্ট্রদূত করে ব্রাজিলে পাঠাচ্ছে সরকার।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2021, 06:23 AM
Updated : 3 August 2021, 10:13 AM

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের নতুন দায়িত্বে রাষ্ট্রদূত জুলফিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন সাদিয়া ফয়জুননেসা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলফিকুর রহমান সম্প্রতি অবসরে গেছেন।

বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা সাদিয়া ফয়জুননেসা ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ছাড়াও বার্লিন ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে তিনি কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস করে কূটনৈতিক পেশায় আসা সাদিয়া ফয়জুননেসা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিও নিয়েছেন।