বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত

করোনাভাইরাস মহামারী কারণে গতবারের মতো এ বছরও জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে না। তবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2021, 07:18 AM
Updated : 18 July 2021, 07:18 AM

রোববার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা, যা হবে করোনাভাইরাস মহামারীতে দ্বিতীয় কোরবানির ঈদ।

ঈদের দিন সকাল ৭টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে প্রথম জামাত। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর ইমামতিতে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

তৃতীয় জামাত সকাল ৯টায়, এতে ইমাম​তি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক।

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমাম থাকবেন হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫টি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

বত‍র্মান করোনাভাইরাস পরিস্থিতিতে বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।