বঙ্গবন্ধুর সমাধিতে বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2021, 01:21 PM
Updated : 14 June 2021, 01:21 PM

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর বিমান বাহিনী প্রধান সমাধি বেদির সামনে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান টুঙ্গীপাড়ায় পৌঁছালে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম তাকে স্বাগত জানান।

সেখানে বিমান বাহিনী প্রধানকে একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এসময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন।

গত ১২ জুন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।