ফিলিস্তিনে রক্তপাত বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগ চায় বাংলাদেশ

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত দ্রুত থামাতে সক্রিয় ভূমিকা পালন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2021, 12:33 PM
Updated : 17 May 2021, 12:33 PM

সোমবার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার সৌজন্য সাক্ষাতে গেলে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী শাহরিয়ার ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘাত নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগের কথা রাষ্ট্রদূত মিলারকে জানান।

পাশাপাশি সংঘাত থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন শাহরিয়ার আলম।

একইসঙ্গে ফিলিস্তিন ইস্যুতে দুই রাষ্ট্রের সমাধানের বিষয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে অবস্থান, সেটি আবারও তুলে ধরেন তিনি।

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের নতুন করে শুরু হওয়া সংঘাত দ্বিতীয় সপ্তাহে পড়েছে সোমবার। রোববারও ইসরায়েলের হামলায় গাজা ভূখণ্ডে ৪২ জন নিহত হয়েছে। সব মিলিয়ে এক সপ্তাহে ইসরায়েলি হামলায় ৫৮ শিশু ও ৩৪ জন নারীসহ মোট ১৯৭ জন নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলে দু’টি শিশু ও এক সৈন্যসহ ১০ জন নিহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিন সংঘাতের বাইরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, যুক্তরাষ্ট্রে যেতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার এবং করোনাভাইরাস মহামারীসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলোচনা তারা করেছেন।