রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2021, 02:23 PM
Updated : 24 Jan 2021, 02:23 PM

রোববার সন্ধ্যায় বিইউপি উপাচার্য বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য বিইউপির একাডেমিক এবং উন্নয়ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি করোনাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

রাষ্ট্রপতি বিইউপির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বিইউপি ইতোমধ্যে শিক্ষা কার্যক্রম ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের কারণে সুনাম অর্জন করেছে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণায়ও মনোযোগী হবে।

তিনি বিইউপির উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।