রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব

জাতীয় সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের জন্য ধন্যবাদ জানাতে প্রস্তাব তোলা হয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2021, 07:02 AM
Updated : 19 Jan 2021, 07:02 AM

প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী মঙ্গলবার সংসদের বৈঠকে প্রস্তাবটি তোলেন। সাবেক প্রধান হুইপ অবদুস শহীদ তাতে সমর্থন জানান।

এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী তার ধন্যবাদ প্রস্তাবে বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনের সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কর্তৃক ২০২১ সালের ১৮ জানুয়ারি অত্র সংসদে প্রদত্ত ভাষণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করিতেছে।”

মহামারীর মধ্যে চলতি বছরের প্রথম অধিবেশন সোমবার শুরু হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এদিন সংসদে ভাষণ দেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দল-মতের পার্থক্য ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান আসে তার ভাষণে। 

সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে ভাষণ দেন।

পরে সংসদ থেকে সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলা হয় এবং সংসদে ওই প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করা হয়।