স্বাধীনতার ধারণাকে বোধগম্য করে তুলেছিলেন বঙ্গবন্ধু: মুহিত
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 08:53 PM BdST Updated: 01 Dec 2020 08:53 PM BdST
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ধারণাকে এদেশের সাধারণ মানুষের মাঝে বোধগম্য ও জনপ্রিয় করে তুলেছিলেন। আর এভাবেই তিনি জাতি গঠন ও জাতি রাষ্ট্রের ধারণাকে জনপ্রিয় করে তুলেছিলেন।
মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু লেকচার সিরিজের প্রথম দিনের মূল প্রবন্ধে একথা বলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ লেকচার সিরিজের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী মুহিত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল সংকল্প, সাহস, উদারতা এবং দরিদ্রদের প্রতি সমবেদনা। বঙ্গবন্ধু দৃঢভাবে বিশ্বাস করতেন, দেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার জন্য উর্বর ভূমি ও বিশাল জনগোষ্ঠীসহ সব কিছুই তার রয়েছে।

তিনি বলেন, জাতির পিতা মাত্র তিন বছর সাত মাসের শাসনকালে সংবিধান সংশোধনসহ ৫১৯টি আইন পাশ বা সংশোধন করেছিলেন যাতে জনগণের সব বিষয় অর্ন্তভুক্ত ছিল। তিনি ১৯৭৪ সালে সমুদ্রসীমা আইন পাশ করেছিলেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, “বঙ্গবন্ধু ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান। জনগণের অধিকার আদায়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, বঞ্চনা ও বৈষম্য দূরীকরণে তিনি তার সমগ্র জীবন ব্যয় করেছেন। জনগণের ক্ষমতায়নে সারা জীবন কাজ করে গেছেন।”

মোমেন বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ বিশ্ব শান্তি সম্মেলন আয়োজন করতে চায়। বঙ্গবন্ধু সব সময় বিশ্বাস করতেন, উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন। অসহিষ্ণুতার জন্য বিশ্বে সংঘাত, যুদ্ধ ও সন্ত্রাস বাড়ছে।
“ঘৃণা ও অসহিষ্ণুতার জন্য রোহিঙ্গাদের পৈত্রিক ভূমি থেকে বিতাড়িত করা হয়েছে। আমাদেরকে সহিষ্ণুতার মনোভাব এবং ধর্ম-বর্ণ-নৃতাত্ত্বিক অবস্থা নির্বিশেষে সবার প্রতি সম্মানের মানসিকতা নিজেদের মধ্যে বদ্ধমূল করতে হবে।”
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য দেন।
-
প্রস্তুতি শেষ, চট্টগ্রামে ‘ভালো’ ভোটের আশায় ইসি
-
প্রথম টিকা নেবেন ২৫ জন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
-
নির্বাচন কমিশনের নতুন সচিব হুমায়ুন কবীর
-
নলছিটি পৌর ভোটে টিকে রইলেন কে এম মাসুদ
-
কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প পরিচালকের চুক্তির মেয়াদ বাড়লো
-
আবরার রাহাতের মৃত্যু: সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়ে ১২ এপ্রিল
-
‘গোল্ডেন’ মনিরের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগপত্র
-
হামিদুল হত্যা: ৫ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- তামিমকে ছাড়িয়ে সাকিব
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু