ডিআরইউয়ের নেতৃত্বে নোমানী-মসিউর
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2020 07:33 PM BdST Updated: 01 Dec 2020 01:04 AM BdST
-
ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউয়ের নবনির্বাচিত সভাপতি মোরসালিন নোমানী (ছবিতে ডানে) এবং সাধারণ সস্পাদক পদে মসিউর রহমান খান
-
ডিআরইউ নির্বাচনের ফল ঘোষণা করছেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে মোরসালিন নোমানী এবং সাধারণ সস্পাদক পদে মসিউর রহমান খান বিজয়ী হয়েছেন।
সোমবার সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল এই ফল ঘোষণা করেন।
সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১৬৯৩ জন সদস্যের মধ্যে ১৩৮১ জন সদস্য ভোট দেন।
সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বিজয়ী বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক নোমনী ভোট পেয়েছেন ৫২৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সময়ের আলোর বার্তা সম্পাদক শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী জার্মান সংবাদ সংস্থা-ডিপিএর বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠুর ভোট ৩৯৮টি।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক মসিউর পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলার ভোট ২৩৮টি।
সহ-সভাপতি পদে ইন্দো-বাংলা টিভির ব্যুরো চিফ ওসমান গনি বাবুল ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন- দেশ টিভির বিশেষ প্রতিনিধি নজরুল কবীর (৪৮৬) এবং আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু (২৭৩)।

ডিআরইউ নির্বাচনের ফল ঘোষণা করছেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল।
সদস্য পদে ক্রমানুসারে এম এম জসিম (৭৯২), আজিজুর রহমান (৭৩০), রুমানা জামান (৭১৩), মো. মাহবুবুর রহমান (৬৯০), রফিক রাফি (৬৬৬), নার্গিস জুঁই (৬০৮) এবং জাহাঙ্গীর কিরন (৫৫১) নির্বাচিত হয়েছেন।
এছাড়া অপর কোনো প্রার্থী না থাকায় নারী বিষয়ক সম্পাদক পদে রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল এবং কল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
-
চতুর্থ শিল্প বিপ্লবেও পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী
-
টিকা পেতে আরও উৎসের খোঁজে সরকার
-
সারা জীবনের দুঃখ ঘুচে মিলছে তাদের মাথা গোজার ঠিকানা
-
গুলি করে হত্যা: ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় ৩ জন গ্রেপ্তার
-
পি কে হালদারের আইনজীবী ও তার মেয়ে রিমান্ডে
-
ভারতের উপহারের টিকা বুঝে নিলেন দুই মন্ত্রী
-
আদালতে নিরাপত্তা চাইলেন ভেড়ামারার সেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা
-
বংশালে আগুনে পুড়ল ব্যাটারির দোকান
-
অহরহ ছিনতাই হলেও টাকা বহনে পুলিশি নিরাপত্তায় আগ্রহ কম
-
মুজিববর্ষ ভিলেজ: আজ তাদের চোখে স্বপ্ন, মুখে হাসি
-
চতুর্থ শিল্প বিপ্লবেও জাতিকে পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী
-
সাবেক এমপি মজিদ মণ্ডলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
-
এখন থেকে উচ্ছেদ অভিযান নোটিস ছাড়াই: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- সিরিজ জয়ের ম্যাচে আরও কিছু চাইবে বাংলাদেশ