‘অশ্লীল’ ছবি ফেইসবুকে প্রকাশের অভিযোগে গ্রেপ্তার ১

ফেইসবুকে ‘অশ্লীল’ ছবি প্রকাশের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 08:49 PM
Updated : 29 Nov 2020, 08:50 PM
হারুন অর রশিদ সীমান্ত নামে ওই ব্যক্তিকে শনিবার বিকালে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানায় গত ১৫ সেপ্টেম্বর করা এক নারীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয় সীমান্তকে।

ওই নারীর অভিযোগ, ২০১২ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহপাঠি হিসেবে সীমান্তের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তার সূত্র ধরে ওই বছরের ৩০ জুলাই সীমান্ত তাকে মোহাম্মদপুরে তার বাসায় নিয়ে ‘চাপ প্রয়োগ করে অশ্লীল ছবি তোলে এবং তার কাছ থেকে বিয়ের কাগজপত্রে’ স্বাক্ষর করিয়ে নেয়।

তখন সম্মানক্ষুণ্নের ভয়ে বিষয়টি গোপন রেখেছিলেন বলে জানান এই নারী।

তিন বলেন, ওই ঘটনার কয়েকমাস পর তিনি সীমান্তকে তালাক দেন। আর এরপরপর সীমান্ত তার বিভিন্ন সময়ের ছবি ফেইসবুকে প্রকাশ করে।