চট্টগ্রামে ২ কিশোর ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় দুই কিশোরকে ধরার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এরা দল বেঁধে ছিনতাই করত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 01:08 PM
Updated : 29 Nov 2020, 01:08 PM

রোববার ভোর রাতে কোতোয়ালী থানার কাজীর দেউড়ি শিশু পার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে থানার টহল টিম কাজীর দেউড়ি শিশু পার্কের দিকে যাওয়ার সময় তিন কিশোর দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ দুজনকে আটক করলেও একজন পালিয়ে যায়।”

১৩ ও ১৫ বছর বয়েসী দুই কিশোর নগরীর একটি বিপণি বিতানে ফ্লোর ক্লিনার হিসাবে কাজ করেন বলে পুলিশকে জানায় তারা।

তাদের কাছে ছুরি, রড কাটার কাটার ব্লেড পাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, তারা বাটালি হিল, বিশ্বমসজিদ ও টাইগারপাস এলাকার আশেপাশে রাতের বেলায় ঘুরে ঘুরে করে ছিনতাই করে। আর সেই টাকায় বিরিয়ানি খেয়ে ফিরে যায় বাসায়।