আলী যাকেরের মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2020, 04:49 AM
Updated : 27 Nov 2020, 04:49 AM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র । তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”

রাষ্ট্রপতি আলী যাকেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে মারা যান অভিনেতা, নির্দেশক আলী যাকের।

গত চার বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করে আসা এই অভিনেতার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল।