ঈদে মিলাদুন্নবী পালিত

ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমন ও তিরোধানের স্মৃতিময় ঈদে মিলাদুন্নবী পালিত হল সরকারি-বেসরকারি পর্যায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2020, 01:28 PM
Updated : 30 Oct 2020, 01:28 PM

ইসলামিক ফাউন্ডেশন জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত হয়েছে।

মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

এ উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া শুক্রবার ঢাকার বিভিন্ন পাড়া মহল্লায় হয়েছে মিলাদুন্নবীর মিছিল। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তার তিরোধান হয়।

বিশ্বের মুসলমানরা এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।