ভাওয়াল এস্টেটের দখলদারদের তালিকা তৈরির সুপারিশ

ভাওয়াল রাজ এস্টেটের অবৈধ দখলদারদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 02:21 PM
Updated : 30 Sept 2020, 02:21 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

কমিটির পরবর্তী বৈঠকে দখলদারদের তালিকা উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে ভাওয়াল রাজ এস্টেটের জমির পরিমাণ নির্ধারণ ও তা দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া ভাওয়াল এস্টেটের জমির উপর আদালতে চলমান মামলাগুলো গুরুত্ব বিবেচনা করে তা দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।

বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন অনুযায়ী সকল অর্পিত সম্পত্তি সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে কর রাজস্বের ওপর নির্ভরশীলতা কমাতে ভূমি উন্নয়ন করের অবদান বৃদ্ধির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী কমিটি বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবর রহমান, আনোয়ারুল আজীম আনার, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ও আমিনুল ইসলাম অংশ নেন।