বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের জিএম তরুণকে দুদকে তলব

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) তরুণ কান্তি ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 12:34 PM
Updated : 24 Sept 2020, 12:34 PM

বৃহস্পতিবার কমিশনের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষরে এক নোটিশে আগামী ২৮ সেপ্টেম্বর তাকে তলব করা হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “ওই দিন সকাল সাড়ে ১০টায় তাকে কমিশনের প্রধান কার্যালয়ে আসতে বলা হয়েছে। অভিযোগের বিষয়ে তার বক্তব্য গ্রহণ করবেন অনুসন্ধান কর্মকর্তা।”

অভিযোগের বিষয়ে দুদকের আরেক কর্মকর্তা জানান, তরুণ কান্তি ঘোষ একজন সরকারি কর্মকর্তা হয়েও তার নিজের এবং পরিবারের সদস্যদের নামে ৪৮টি ব্যাংক ও সমবায় প্রতিষ্ঠানে ৬০টিরও বেশি সঞ্চয়ী হিসাব খুলেছেন এবং বিভিন্ন এফডিআরে কোটি কোটি টাকা সঞ্চয় রেখেছেন। তার বিরুদ্ধে দুদকে এমন অভিযোগ এসেছে।

এছাড়া তরুণ কান্তির নামে ঢাকার অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট এবং বসুন্ধরা আবাসিক এলাকা এবং পূর্বাচলে দুটি প্লট ছাড়ারও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার অভিযোগ আছে।

এই বিষয়ে তরুণ কান্তি ঘোষের বক্তব্য জানতে যোগাযোগ করা সম্ভব হয়নি।