প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 03:02 PM
Updated : 31 August 2020, 03:02 PM

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, "প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল।

“বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরীতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রণব মুখার্জির মৃত্যু উপমহাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি।"

কয়েক সপ্তাহ ধরে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।