কোভিড-১৯: এয়ার এম্বুলেন্সে করে সস্ত্রীক ঢাকায় পবিপ্রবি ভিসি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজ।

নিজস্ব প্রতিবেদকও পটুয়াখালী প্রতিনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 08:47 AM
Updated : 14 July 2020, 09:26 AM

মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে তাদের নিয়ে বিমানবাহিনীর এয়ার এম্বুলেন্সে করে পটুয়াখালী থেকে ঢাকায় পৌঁছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, এই দম্পতিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সপ্তাহখানেক ধরে উপাচার্য ও তার স্ত্রী জ্বর ও কাশিতে ভুগছিলেন। করোনাভাইরাস পরীক্ষার জন্য সোমবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা দেওয়া হয়েছে।

“ভিসি স্যারের বয়স ৬৭ বছর এবং বার্ধক্যজনিত কারণে তার শরীরে বিভিন্ন রকমের রোগ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

“সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্স তাদের নিয়ে রওনা দেয়। সাড়ে ১১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।”