সৈয়দ আশরাফের কবর সংরক্ষণের নির্দেশ

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 11:12 AM
Updated : 8 July 2020, 11:50 AM

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে তিনি নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সৈয়দ আশরাফের কবর পাকা করে স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়ে তার নির্দেশের কথা জানিয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নাজনীন ওয়ারেস বুধবার সিটি করপোরেশনকে চিঠি দিয়েছেন।

বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি দলের নেতৃত্বাধীন সরকারে জনপ্রশাসন ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

৬৭ বছর বয়সী আশরাফ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। ৬ জানুয়ারি তাকে রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন করা হয়।