সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে যুবক নিখোঁজ

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে এক যাত্রী নিখোঁজ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 12:04 PM
Updated : 5 July 2020, 12:08 PM

রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রোজিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে একটি নৌকায় মাঝিসহ সাতজন কেরানীগঞ্জ থেকে বাদামতলী ঘাটে আসছিল্। বাদামতলীর কাছাকাছি একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।”

নৌকার ছয় আরোহী সাঁতরে উঠতে পারলেও ইসরাফিল (২২) নামে একজন নিখোঁজ বলে জানান তিনি।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

ফায়ারসার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল নিখোঁজ যাত্রীর সন্ধান করছে।

গত ২৯ জুন শ্যামবাজার বরাবর ‍বুড়িগঙ্গা নদীতে এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় এমএল মর্নিং বার্ড নামে আরেকটি লঞ্চ ডুবে গিয়ে ৩৪ জন মারা গিয়েছিল।