রোমে ফিরে গেলেন ২৬৯ বাংলাদেশি

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ইতালির রাজধানী রোমে ফিরে গেলেন ২৬৯ জন বাংলাদেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 03:29 PM
Updated : 23 June 2020, 03:29 PM

মঙ্গলবার বেলা সোয়া ১২টায় তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে রোমের উদ্দেশে রওনা হয়েছেন বলে বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন।

ফেব্রুয়ারিতে ইতালিতে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক মাত্রায় শুরু হলে সেখান থেকে বাংলাদেশে ফিরতে শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা। মার্চের প্রথমার্ধেও অনেক বাংলাদেশি দেশে ফিরে আসেন।

এখন ইতালির অবস্থা তুলনামূলক ভালো হওয়ায় সেখানে আবার ফিরতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে মঙ্গলবার যারা গেছেন তারা ইতালিতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশে ফিরেছিলেন কি না তা জানা যায়নি।

এদিকে মহামারীর কারণে মার্চ থেকে চীন ছাড়া বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ ছিল। গত ১৬ জুন আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার পর বিমানের বিশেষ ফ্লাইটে রোমে গেলে আড়াইশ’র বেশি বাংলাদেশি।