সাবেক মন্ত্রী ফাইজুল হকের স্ত্রীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ কে ফাইজুল হকের স্ত্রী মোসাম্মৎ মরিয়ম বেগম মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকও বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 05:56 PM
Updated : 5 June 2020, 06:45 PM

শেরে বাংলা এ কে ফজলুল হকের পুত্রবধূ মরিয়ম বেগম বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ফাইয়াজুল হক রাজুর মা।

মোসাম্মৎ মরিয়ম বেগম। (ছবি:সংগৃহীত)

শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে রাজু জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর আড়াইটার দিকে বনানীর বাসায় আমার মা মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর, হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।”

তার মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

বাদ এশা গুলশানের আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে মরিয়ম বেগমকে দাফন করা হয়।