উত্তরখানে বাজি ফোটানো নিয়ে মারামারিতে দুজন আহত

ঈদের আগের রাতে ঢাকার উত্তরখানে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে মারামারিতে দুজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 08:02 AM
Updated : 25 May 2020, 08:02 AM

রোবাবার রাত ১২টার দিকে এ ঘটনায় ঘটে বলে উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান।

আহতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৩০) ও সাজ্জাদ হোসেন (২৬)। তাদের মধ্যে সাজ্জাদের আঘাত গুরুতর বলে জানান ওসি।

ঘটনার প্রত্যক্ষদর্শী সৌখিন নামের এক তরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরখান সুজা পাড়ায় তারা চার বন্ধু রাতে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে গল্প করছিলেন। পাশের একটি একতলা ভবনের ছাদে তখন আতশবাজি ফোটানো হচ্ছিল।

ওই ভবনের পাশের আরেকটি তিনতলা ভবনের মালিক আতশবাজি ফোটানোর প্রতিবাদ জানাতে গিয়ে এক পর্যায়ে গালাগালি শুরু করেন।

সৌখিন বলেন, “একতলা ভবনের এক নারীও তখন গালাগালিতে যোগ দেন। আমাদের মধ্যে দুজন তখন ওই ভবনের দিকে এগেয় যায়, যাতে বিষয়টা বেশি দূর না গড়ায়।

“কিন্তু তিনতলা বাড়ির মালিক ওমর আলীর ছেলে তরিকুল তখন নেমে এসে রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে দেলোয়ার ও সাজ্জাদকে। একতলা বাড়ির ওই নারী তখন চিৎকার দেন। আমরা তখন এগিয়ে গিয়ে তরিকুলকে আটকাই আর সাজ্জাদ ও দেলোয়ারকে টাঙ্গী হাসপাতালে নিয়ে যাই।”

সৌখিন বলেন, “তরিকুল ভেবেছিল, সাজ্জাদ ও দেলোয়ার একতলার ভবনে আতশবাজি ফোটানোর সঙ্গে জড়িত; এটা ভেবেই সে এলোপাতাড়ি পেটাতে শুরু করে।”

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন বলেন, পুলিশ সোমবার ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেবে।