চিকিৎসকসহ ৯ জন আক্রান্ত, ঢাকায় হাসপাতাল বন্ধ

চিকিৎসকসহ নয়জন কর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর ঢাকার ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2020, 02:49 PM
Updated : 14 April 2020, 02:57 PM

সোমবার মগবাজারের ওই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ নয়জনের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

এরপর মঙ্গলবার থেকে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জনতথ্য শাখার নির্বাহী মো. শরফুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীরা সবাই চলে গেছেন। হাসপাতালের সব কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।”

এই হাসপাতালে ৬০ থেকে ৭০ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। তবে বন্ধ হওয়ার আগে ১৪ জন রোগী ভর্তি ছিলেন।

হাসপাতালের অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান শরফুল জানান।

হাসপাতালের চিকিৎসকরা কীভাবে আক্রান্ত হলেন- জানতে চাইলে তিনি বলেন, তারাও ঠিক বলতে পারছেন না।

“তবে দুই সপ্তাহ আগে করোনা সন্দেহজনক একজন রোগী আমাদের জরুরী বিভাগে এসেছিল। তাকে চিকিৎসা দিয়েছেন যারা সেই চিকিৎসক, নার্স এবং স্টাফরাই আক্রান্ত হয়েছেন। এজন্য আমাদের ধারণা, ওই রোগীর মাধ্যমেই তারা সংক্রমিত হয়েছেন।”

দেশে করোনাভাইরাসে বেশ কয়েকজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। মঙ্গলবার পর্যন্ত সারাদেশে ১ হাজার ১২ জন মানুষের শরীরে এই ভাইরাস পাওয়ার কথা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ জন।