সিঙ্গাপুরে দুই দিনে ১০২ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

সিঙ্গাপুরে নভেল করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা দুইদিনেই শতকের ঘর ছাড়িয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 03:00 PM
Updated : 8 April 2020, 03:05 PM

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে দ্য স্ট্রেইট টাইমস পত্রিকা জানিয়েছে, মঙ্গল ও বুধবার দেশটিতে নতুন করে ২৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১০২ জনই বাংলাদেশি শ্রমিক।  

এর মধ্যে মঙ্গলবার ৭৫ জন এবং বুধবার ২৭ জন বাংলাদেশির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়।

আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই হোস্টেলে থাকতেন। হোস্টেলগুলোতেই ক্লাস্টার (এক জায়গা অনেকের আক্রান্ত হওয়া) আকারে সংক্রমণ হয়েছে।

যেসব হোস্টেলে বাংলাদেশ আক্রান্তদের পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে- সানগেই তেনগাহ লজ, কোচরেন লজ ১, ওয়েস্টলিট তোহ গুয়ান, ট্যামপানিস ডরমেটরি, এস১১ ডরমেটরি, তোহ গুয়ান ডরমেটরি।  

নতুন রোগীসহ সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ১৬২৩ এ দাঁড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারতসহ বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকও রয়েছেন।

এর আগে সিঙ্গাপুরে আরও পাঁচজন বাংলাদেশি শ্রমিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। যাদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। সঙ্কটাপন্ন অবস্থায় এখনও একজন আইসিইউতে রয়েছেন।