কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নৌবাহিনীর সহযোগিতা

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় লকডাউনের মধ্যে রাঙামাটির কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 05:36 PM
Updated : 5 April 2020, 05:36 PM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, কাপ্তাই নৌবাহিনীর ‘শহীদ মোয়াজ্জম ঘাঁটি’ থেকে জেলা নৌ-স্কাউটসের সহযোগিতায় নৌসদস্য জেলার বড়ইছড়ি সদর, কলেজ রোড, বাজার সংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।

এ সময় জনসমাগম পরিহার করে স্থানীয় অসহায়দের হাতে জীবাণুনাশক সাবান, মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সহযোগিতা ছাড়াও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবানুনাশকও ছিটানো হয়।

এ সময় সচেতনতামূলক মাইকিং ছাড়াও লিফলেট বিতরণসহ নানা পরামর্শ দেওয়া হয়।