বাড়ি লকডাউনে এলাকাবাসী, ‘সহায়তায় পুলিশ’!

দুজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজধানীর মিরপুরের শাহ আলীবাগ এলাকার দুটি বাড়ি ঘিরে রেখেছে এলাকাবাসী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 10:39 AM
Updated : 5 April 2020, 10:42 AM

এলাকাবাসীর সচেতনামূলক এ কার্যক্রমে পুলিশ সহায়তা করছে বলে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কামাল হোসেন জানিয়েছেন।

রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মিরপুর-১ নম্বরের শাহ আলীবাগের একটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি এলাকাবাসী ‘লকডাউন’ করে রেখেছে।

“ওই দুটি বাড়ির ২৬টি পরিবার কেউ বের হতে পারছেন না। তাদের প্রয়োজনীয় খাবার সরঞ্জাম এলাকাবাসী পুলিশের মাধ্যমে সরবরাহ করছেন। পুলিশ এলাকাবাসীর সচেতনতামূলক কার্যক্রমকে কার্যকর করার জন্য কাজ করছে।”

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানোর পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

তবে মিরপুর বিভাগের পুলিশের উপ- কমিশনার মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “করোনাভাইরাসে ওই এলাকায় কেউ মারা যায়নি। অন্য কোনো রোগে হয়তো মারা গেছেন।”

এবিষয়ে জানতে চাইলে আইইডিসিআরের পরিচালক মীরজাদী স্রেবিনা ফ্লোরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত এই বিষয়টি সম্পর্কে জানেন না তিনি।

“এখন পর্যন্ত ওই এলাকার কোনো মৃত্যু বা লকডাউনের কোনো তথ্য আসেনি, আমি খোঁজ নিচ্ছি।”