মুজিববর্ষ: সংসদের বিশেষ অধিবেশন শুরু ২২ মার্চ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ২২ মার্চ সংসদের বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 02:32 PM
Updated : 3 March 2020, 02:32 PM

মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ জানান, ২২ মার্চ সকাল ১১টায় মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন (একাদশ জাতীয় সংসদের সপ্তম) আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

 গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২২-২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন বসবে।

২২ মার্চ অধিবেশন শুরুর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে সব সংসদ সদস্য জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সেদিনের অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।