ভুয়া দুদক কর্মকর্তাদের ধরল দুদক দল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে জালিয়াতি করা একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে দুদকের একটি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 04:03 PM
Updated : 8 Dec 2019, 04:03 PM

রোববার রাজধানীর অদূরে কেরাণীগঞ্জ থেকে তাদের আটক করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আটকরা হলেন- নিপা বেগম ও দ্বীন ইসলাম।

প্রনব জানান, তাদের কাছ থেকে সাংবাদিকতা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীরও ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে।

তিনি বলেন, “দুদকে অনুসন্ধান চলমান রয়েছে এমন এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে দাবি করে এবং ওই মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে একটি প্রতারক চক্র আর্থিক সুবিধা দাবি করে। ওই ব্যক্তির কাছে ভুয়া একটি এজাহার কপি ইমো মেসেঞ্জারে পাঠানো হয়। এ বিষয়ে অনুসন্ধানাধীন ব্যক্তি দুদক অভিযোগ কেন্দ্রে ফোন করে সহযোগিতা চান।”

এরপর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক ও উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান প্রনব।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।