নতুন আবাস পেলেন ডিএসসিসির তেলেগু পরিচ্ছন্নতা কর্মীরা

রাজধানীর ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্টাফ কোয়ার্টার পার্ক এবং তেলেগু পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নতুন নিবাস চালু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 01:42 PM
Updated : 5 Dec 2019, 01:42 PM

বৃহস্পতিবার ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ১৪ কোটি টাকায় নির্মিত এ দুটি স্থাপনার উদ্বোধন করেন।

‘তেলেগু পরিচ্ছন্নকর্মী নিবাস’ নির্মাণে ১১ কোটি এবং আউটফল স্টাফ কোয়ার্টার পার্কের উন্নয়নে তিন কোটি টাকা ব্যয় হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “পুরো ডিএসসিসি এলাকা জুড়ে ১৯টি পার্ক এবং ১১টি খেলার মাঠ বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে।

“এরমধ্যে অনেকগুলো ইতোমধ্যে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কয়েকটির নির্মাণকাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় আছে। এগুলো চালু হলে দক্ষিণ ঢাকার চেহারা অনেকটা পাল্টে যাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

ডিএসসিসি জানিয়েছে, দুই কাঠা জমিতে গড়ে তোলা আউটফল স্টাফ কোয়ার্টারে পার্কে শিশুদের খেলার জায়গা, হাঁটার পথ, হলরুমের ব্যবস্থা রয়েছে।

তেলেগু পরিচ্ছন্নকর্মী নিবাসের ৯০টি ফ্ল্যাটে বেডরুম, ডাইনিং কাম ড্রয়িং রুম, রান্না ঘর, টয়লেট, বারান্দা রয়েছে। এছাড়া প্রতিটি ফ্ল্যাটের জন্য আলাদা বৈদ্যুতিক মিটার, সৌর বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে।