জামায়াতের নতুন আমির শফিকুর

জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান, যিনি দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2019, 05:13 PM
Updated : 12 Nov 2019, 05:13 PM

দলের সদস্যদের (রুকন) ভোটে তিনি নির্বাচিত হয়েছেন বলে মঙ্গলবার রাতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে।
দলটির একাধিক নেতা জানান, গত ১৭ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত জামায়াতের আমির নির্বাচনে রুকনরা ভোট দেন। সারা দেশের সহস্রাধিক রুকন ভোটার ছিলেন।

জামায়াতের সর্বশেষ আমির ছিলেন মকবুল আহমদ। এবার তিনি আর প্রার্থীর তালিকায় ছিলেন না।
জামায়াতে ইসলামীর আমির পদে তিন সদস্যের প্যানেল ছিল। ডা. শফিকুরের সঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান ও মিয়া গোলাম পারোয়ার ছিলেন এই তালিকায়।

জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সিলেট শাখার সভাপতি শফিকুর। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। ১৯৮৫ সালে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি।

যুদ্ধাপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড হওয়ার পর দলটির নেতৃত্বে আসেন শফিকুর রহমান। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং ২০১৭ সাল থেকে এ পর্যন্ত তিনি সেক্রেটারি জেনারেল পদে ছিলেন।

গত একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের  প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান শফিকুর।