আসামি এক রাজন, কারাগারে আরেক রাজন
আদালত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2019 11:53 PM BdST Updated: 12 Nov 2019 12:12 AM BdST
নামের মিল থাকায় এক আসামির নামে পরোয়ানায় পুলিশ গ্রেপ্তার করে আনার পর বিনা দোষে ২৬ দিন কারাগারে থাকতে হল কুমিল্লার এক তরুণকে।
সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তোলা হলে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান কাঠগড়ায় থাকা রাজন ভূইয়া (১৯) নামে ওই তরুণকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
সেই সঙ্গে রাজনকে গ্রেপ্তার করে আনা কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার এসআই আরশাদকে বিচারক তলব করেছেন বলে জানান
ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসআই আরশাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আদালত।”
ঢাকার বংশাল থানার একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানায় গত ১৬ অক্টোবর কুমিল্লায় গ্রেপ্তার করা হয় রাজন ভূইয়াকে।
কুমিল্লার গোপালনগর গ্রামের মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে রাজন ভূইয়া একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করেন।
যে পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়, তাতে আসামির নাম ছিল হাবিবুল্লাহ রাজন।
২০১২ সালের ৯ মে ২৮টি নেশাজাতীয় ইনজেকশনসহ ঢাকার বংশাল থানার তাঁতীবাজার এলাকা থেকে গ্রেপ্তার হন হাবিবুল্লাহ রাজন (২৬)। ওই বছরের ১ জুলাই আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ওই পরোয়ানায় রাজন ভূইয়াকে গ্রেপ্তার করে আনেন ব্রাহ্মণপাড়া থানার এসআই আরশাদ।
রাজন ভূইয়ার আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য্য সাংবাদিকদের বলেন, পুলিশ যে পরোয়ানার ভিত্তিতে রাজন ভূইয়াকে গ্রেপ্তার করে, সেখানে আসামির নাম লেখা ছিল হাবিবুল্লাহ রাজন, পিতা-আব্দুল মান্নান।
“গ্রেপ্তারের পর পুলিশকে দুই রাজনের বাবার নামের পার্থক্য এবং তাদের জীবিত ও মৃতের পার্থক্যের কথা বলা হয়েছিল। কিন্তু পুলিশ তা আমলে না নিয়ে নিরাপরাধ রাজন ভূইয়াকে কারাগারে পাঠায়।”
তবে হাবিবুল্লাহ রাজনের বিরুদ্ধে মামলায় তার যে গ্রামের যে ঠিকানা লেখা ছিল, তা রাজন ভূইয়ারও গ্রাম। তবে ঢাকার মগবাজার এলাকায় হাবিবুল্লাহ রাজনের আরেকটি ঠিকানা মামলায় উল্লেখ রয়েছে বলে জানান অ্যাডভোকেট নিকুঞ্জ।
তিনি বলেন, “মূল আসামি পলাতক হাবিবুল্লাহ রাজন গত ৭ নভেম্বর এই আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন। কিন্তু ভুল আসামি রাজন ভূইয়া এ মামলায় কারাগারে থাকায় সেদিন আদালত তার আত্মসমর্পণের আবেদন নিতে পারেননি।
“আমাদের আবেদনের পর আদালত নিশ্চিত হন যে, গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা রাজন ভূইয়া এ মামলার আসামি নন। তিনি পুলিশের খামখেয়ালির শিকার হয়েছেন। তাই আদালত রাজন ভূইয়াকে মুক্তির আদেশ দিয়েছেন।”
-
রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
কোরবানির পশুবাহী গাড়ি কারণ ছাড়া আটকাবেন না: আইজিপি
-
হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
-
শিক্ষক উৎপলকে হত্যার ‘স্বীকারোক্তি’ জিতুর
-
অগাস্টের পর গুলশান-বনানীর পয়ঃবর্জ্য ড্রেনে নয়: মেয়র
-
বাল্যবিয়ে প্রতিরোধ: সিলভার লায়ন জিতেছে গ্রে
-
ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি
-
নির্ভয়ে পাঠদানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান ইউনিসেফের
-
বিশ্ববিদ্যালয়ে থাকতে এলএসডিতে আসক্তি, পরে ‘মাদক কারবারি’
-
ঈদের দিন ভারি না হলেও বৃষ্টি থাকবে
-
মধ্যরাতের আমিনবাজার: বাস ভাড়া নাগালের বাইরে, ট্রাকের দরেও হিমশিম
-
কোরবানির পশুবাহী গাড়ি কারণ ছাড়া আটকাবেন না: আইজিপি
-
রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
অবৈধ সম্পদ: সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের