শিনজো আবের নৈশভোজে রাষ্ট্রপতি

জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণ উপলক্ষে সফররত বিভিন্ন দেশের রাষ্ট্র-সরকার প্রধানদের সম্মানে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক টোকিও (জাপান) থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 05:10 PM
Updated : 23 Oct 2019, 05:15 PM

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে ওই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এই হোটেলেই জাপান সফরের সময় অবস্থান করছেন আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়া শ্রীলঙ্কা, আফগানিস্তান, স্লোভাকিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।”

নৈশভোজে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও অংশ নেন।

মঙ্গলবার টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় আয়োজনের মধ্যে জাপানের সিংহাসনে আরোহণ করেন ৫৯ বছর বয়সী নারুহিতো।

এর আগে বুধবার ইয়োকোহোমায় যান রাষ্ট্রপতি।

সেখানে ইয়ামাসিতা পার্কের কাছে নোঙর করে রাখা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জাহাজ ‘হিকাওয়া মারু’ পরিদর্শন করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে যাত্রী পরিবহনের মাধ্যমে ১৯৩০ সালে হিকাওয়া মারু যাত্রা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজটি ভাসমান হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়।

যুদ্ধের পরেও জাপানি সৈনিকদের দেশে ফিরিয়ে আনতে এই জাহাজ ব্যবহার করা হয়।

২৫৪ বার প্রশান্ত  মহাসাগর পাড়ি দেওয়া এই জাহাজটি বর্তমানে সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে।