ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ

মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিনশ আরোহী নিয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 04:16 PM
Updated : 21 Oct 2019, 05:05 PM

চীনের গুয়াংজু থেকে এই উড়োজাহাজটি সৌদি আরবের রিয়াদ যাচ্ছিল।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এটি ঢাকায় জরুরি অবতরণ করে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চীনের স্থানীয় সময় ৩টা ৫৪ মিনিটে গুয়াংজু থেকে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসার পর তাদের ইঞ্জিনে ক্রটি দেখা দেয়। এরপর এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ করে।”

উড়োজাহাজটিতে পাইলট, কেবিন ক্রু, যাত্রীসহ ২৯৯ জন আরোহী ছিলেন জানিয়ে তৌহিদ বলেন, তারা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।