মার্কেন্টাইলের ১৪১ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলায় আসামি ২

মার্কেন্টাইল ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ী ও ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 08:58 AM
Updated : 17 Oct 2019, 10:33 AM

বৃহস্পতিবার চট্টগ্রামে দুদকের এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মামুনুর রশীদ বাদী হয়ে মামলাটি করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামিরা হলেন- মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন ও মার্কেন্টাইল ব্যাংক আগ্রাবাদ শাখার সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক নন্দ দুলাল ভট্টাচার্য্য।

তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬২(খ)/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলা হয়েছে।

পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখিয়ে অনুমোদনের আগেই ঋণপত্র খুলে ১৪১ কোটি ১৩ লাখ দুই হাজার টাকা আত্মসাৎ এবং অর্থপাচার করার অভিযোগ করা হয়েছে মামলায়।