গিয়েছিলেন ফিলিস্তিন যুদ্ধে, ফিরছেন ২৮ বছর পর

যুদ্ধে ফিলিস্তিনিদের সহযোগিতার জন্য আশির দশকে দেশ ছাড়া একজন বাংলাদেশি ২৮ বছর পর লেবানন থেকে দেশে ফিরছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2019, 06:52 PM
Updated : 21 Sept 2019, 04:29 AM

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাচাই-বাছাইয়ের পর আবু সামা নামের ওই বাংলাদেশিকে তার জেলা মৌলভীবাজারে ফিরতে ‘ট্রাভেল ডকুমেন্ট’ দিয়েছেন তারা। দূতাবাসের পক্ষ থেকে তাকে একটি বিমান টিকেটও দেওয়া হয়েছে।

“টিকেট নিতে আজকে উনি এসেছিলেন। রোববার বিকালে দেশের উদ্দেশে লেবানন ছাড়বেন তিনি।”

রাষ্ট্রদূত গত মাসে ‘বিশেষ ব্যবস্থায়’ বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ দেওয়ার উদ্যোগ নিলে দূতাবাসে যোগাযোগ করেন সামা। আগামী নভেম্বর ও ডিসেম্বরে দ্বিতীয় ও তৃতীয় দফায় এই সুযোগ পাবেন সেখানকার অবৈধ বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত জানান, ফিলিস্তিন যুদ্ধের জন্য আশির দশকে প্রথম দেশ ছাড়েন আবু সামা। ছয় বা সাত বছর পর দেশে ফেরেন তিনি। এরপর আবার এসে আর কখনও দেশে যাননি।

এক ফেইসবুক পোস্টে রাষ্ট্রদূত লিখেছেন, তিনি ওই ব্যক্তির অনুভূতি বুঝতে চেয়েছিলেন।

“তিনি শুধু আমার দিকে তাকিয়ে ছিলেন। কিছু বলতে পারছিলেন না।”

আবু সামার আট সন্তান, তাদের পাঁচজন মেয়ে।

“তিনি বলেছেন, এখন তাদের কাউকে কাউকে চেনেন তিনি। তার সব সন্তানই বিবাহিত। দুই বছর পর তার বয়স ৭০ বছর হবে বলে জানিয়েছেন সামা।”